চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চৌফলদন্ডীতে ইয়াবা ব্যবসায়ী ছিনতাইয়ে পুলিশের মামলা

নিজস্ব সংবাদদাতা হ ঈদগাঁও

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে পুলিশের উপর হামলা করে ইয়াবা ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ২২ আগস্ট দুপুরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এস.আই কাজী আবুল বাসার বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। জানা যায়, এজাহারে ১৫ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং ১শ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন মো. খায়রুজ্জামান । ২১ আগস্ট বুধবার বিকাল ৫ টা’র দিকে চৌফলদন্ডী ইউনয়নের দক্ষিণ পাড়া গ্রামের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে পুলিশ আটক করলে তার আত্মীয়-স্বজন ও সহযোগী হারুন অর রশিদ, মাসুম পারভেজ, আয়াছুর রহমান এবং নজরুল ইসলামসহ ২০/৩০ জনের সন্ত্রাসীদল পুলিশের উপর হামলা চালিয়ে আটক মোহাম্মদ হোসেনকে ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা পুলিশ সদস্য রবিউল ইসলাম নামের একজনকে আহত করে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দীন খন্দকার, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পৃথক কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। ঘটনার পরপরই দুবৃর্ত্তরা গা ঢাকা দেয়ায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন এসআই বাসারের নের্তৃত্বে একদল পুলিশ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে চৌফলদন্ডী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আটক করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রে নিয়ে আসার পথে মোহাম্মদ হোসেনের অন্যতম সহযোগী হারুন অর রশিদ, মাসুম পারভেজসহ অপরাপর দুষ্কৃতিকারীরা পুলিশের উপর হামলা চালায় এবং মোহাম্মদ হোসেনকে ছিনিয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনায় জড়িতরা কোনভাবেই পার পাবে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট