চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ইউএনও’র হস্তক্ষেপ পাকা স্থাপনা ভেঙে সরকারি জায়গা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা , রাঙ্গুনিয়া

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পাকা স্থাপনা ভেঙে দিয়ে সরকারি (খাস) জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার শিলক ইউনিয়নের দিঘির পাড় এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান সরকারি এই জায়গাটি উদ্ধার করেন। এসময় তাঁকে সহযোগিতা করেন শিলক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্ত।

সুত্রে জানা যায়, উপজেলার শিলক ইউনিয়নের দিঘির পাড় এলাকায় স্থানীয় ৪নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইয়াকুব আলী নিজ জায়গার পাশাপাশি সরকারি ৩ শতক ( দেড় গ-া) জায়গা দখল করে একটি পাকা মার্কেট নির্মাণ করেন। হাজি সৈয়দ আলী সড়ক সংলগ্ন নির্মাণাধীন ওই মার্কেটে সরকারি জায়গা দখলে নেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে এই কাজ থেকে বিরত থাকতে ইউপি সদস্য মো. ইয়াকুবকে মৌখিকভাবে নির্দেশ দেন। কিন্তু তিনি তা উপেক্ষা করে রাতের আঁধারে সড়কের উপর টিনের ঘেরা দিয়ে সম্পূর্ণ পাকা মার্কেটটি নির্মাণ করে ফেলেন। পরে শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দ্বারা জায়গাটি পরিমাপ করা হয়। পরিমাপ করে সরকারি খাস জায়গাটি নির্ধারণ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার (গতকাল) ইউএনও’র উপস্থিতিতে ইউপি সদস্য নিজেই ভেঙে সরকারি জায়গাটি খালি করে দেন।
এই ব্যাপারে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘সরকারি জায়গা অবৈধভাবে দখলে নেওয়া যাবে না। এই ব্যাপারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট