চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হিন্দু ছাত্র ফোরামের সভায় আমীর খসরু

মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব হয়েছিল এমন এক প্রেক্ষাপটে যখন এই জগতে নিপীড়ন, নির্যাতন ও অপরাধে মানুষের জীবন বিভীষিকাময় হয়ে উঠেছিল। মানুষের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করে শান্তি ফিরিয়ে আনতেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। দুষ্টের দমন, সৃষ্টের পালন সেটা যুগে যুগে প্রযোজ্য থাকবে। এই বিষয়টি কোন দিনই চলে যাবে না, এইটা সবসময়ের জন্য। কারণ যুগে যুগে দুষ্ট মানুষ, দুষ্ট সমাজ জীবনকে জগৎকে অতিষ্ঠ করে তুলেছিলে। ভগবান শ্রীকৃষ্ণের এই বিশুদ্ধ বার্তাটি কিন্তু সকলের জন্য। তিনি গতকাল বৃহস্পতিবার প্রেস ক্লাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মহানগর জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে তিনি আরো বলেন, যেখানে গুম, খুন, মিথ্যা মামলা, জেল জুলুম, চাঁদাবাজি, দুর্নীতি, অধিকার হরণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভাবনীয় এবং গুরুত্বপূর্ণ। দেশে আইনের শাসন নেই, জীবনের নিরাপত্তা নেই, সাথে সাথে আরো নানা ষড়যন্ত্র চলছে।

এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। মহানগর ছাত্র ফোরামের সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লুর পরিচালনায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ সভাপতি আলহাজ এম এ আজিজ, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মোহাম্মদ আলী মিঠু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. ইদ্রিস আলী, আলী আজম, আফতাবুর রহমান শাহীন, হিন্দু ছাত্র ফোরামের নেতা গোপাল শর্মা, প-িত বিশ^জিত চক্রবর্তী, বাপ্পী দে, অমিত ধর, মিঠুন দাশ, জীবন মিত্র রাজ, প্রাপ্ত বসাক, রিপন দেব প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট