চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলা প্রশাসনের উদ্যোগ রাউজানের বিভিন্ন বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সভা

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও এডিশ মশার নিয়ন্ত্রণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা সভা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন মাহমুদ, প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, বড়ঠাকুর পাড়া স্কুলের সভাপতি তৈয়ব চৌধুরী, সাংবাদিক রমজান আলী, ইউপি সচিব ফরিদ আহমেদ চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, চন্দ্র সেন বড়–য়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিউ মুৎসুদ্দি, হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। এসময় বিদ্যালয়ের আশে পাশে ডেঙ্গুর ওষুধ ছিটানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট