চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিডিএ চেয়ারম্যান সকাশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

আগামী ১ মহররম ১৪৪১ হিজরি, ১ সেপ্টেম্বর লালদিঘি ময়দানে হিজরি বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষে গতকাল বৃহস্পতিবার সিডিএ চেয়ারম্যান আলহাজ এম. জহিরুল আলম দোভাষ এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এসময় সিডিএ চেয়ারম্যান বলেন, প্রযুক্তির অবাধ বিকাশ জাতীয় ও জনজীবনে যথেষ্ট গতিশীলতা আনলেও যুব সমাজ তা ইতিবাচকভাবে রপ্ত না করে প্রযুক্তির অন্ধকার গলিতে ঢুকে নিজেদের সম্ভাবনা ও শক্তির বিনাশ ঘটাচ্ছে। দেশের কোটি তরুণ আজ বেকার। তাদের হাতে হাতে এন্ড্রয়েড মোবাইল। অনেকেই আজ মাদকাসক্ত এবং জঙ্গিবাদে লিপ্ত। তাই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে বিশাল তারুণ্য শক্তির মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ জুয়েল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট