চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাঙ্গুনিয়ায় সমাবেশে ইফতেখার হোসেন বাবুল

১৫ ও ২১ আগস্ট হত্যাকা-ের মদদদাতা একই কুশীলব

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ সদস্য ইফতেখার হোসেন বাবুল বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট হত্যাকা-ের মদদদাতা একই কুশীলব। তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে সমূলে বিনাশ করে রাষ্ট্রকে অকার্যকর করতে চেয়েছিল। ২১ আগস্টে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান টার্গেট ছিলেন। কিন্তু তাঁদের মিশন সফল হয়নি। দুই হত্যাযঞ্জের মদদদাতাদের দ্রুত বিচার এখন জাতীয় দাবি। ২১ আগস্ট সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আ. লীগ আয়োজিত পোমরার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস পালন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও হত্যাকারীদের বিচার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দুল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের উপদেষ্টা জহির আহম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, ফজলুল কবির চৌধুরী, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, এমরুল করিম রাশেদ, ওসমান গনি চৌধুরী, মাওলানা আইয়ুব নূরী, জালাল উদ্দিন, কাতার যুবলীগ সভাপতি এম এ শফিক, আবু তাহের, শওকত হোসেন সেতু, নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, রাশেদ কালাম চৌধুরী, এমএ বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট