চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকু-ে অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক

মায়েরাই পারেন সন্তানকে সুশিক্ষিত করে গড়তে

নিজস্ব সংবাদদাতা , সীতাকু-

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

সংসারের বেশিরভাগ বাবাই কাজে ব্যস্ত থাকেন। সন্তানরা মায়ের কাছে থাকে। তাই তারা সহজেই মায়ের কর্মকা-ে প্রভাবিত হয়। মা যেমন করে তাদেরকে শেখান, তারা তেমনভাবে শিখে নেয়। সেভাবেই তারা মানুষ হয়। তাই একটি সন্তানকে সুশিক্ষিত করতে হলে মাকে শিক্ষিত ও সচেতন হওয়া জরুরি। মায়েরাই পারেন নিজের সন্তানকে মানুষের মত মানুষ করতে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন এসব কথা বলেন। এসময় ডিসি ইলিয়াছ হোসেন দেশে শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে অবশ্যই ভবিষ্যৎ প্রজম্মকে সুশিক্ষিত ও আদর্শবান করে গড়তে হবে।

সীতাকু- উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল পোশাক বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ্যযন্ত্র প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুরনেছা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এসএম আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হক, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন আল সাবেরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, সীতাকু- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মো. শওকত আলী জাহাঙ্গীর, জাহেদ হোসেন নিজামী বাবু, মো. মোর্শেদ হোসেন চৌধুরী, মো. নাজিম উদ্দিন, উপজেলা স্কাউটসের সভাপতি শিক্ষক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন। এর আগে প্রধান অতিথি উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট