চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কেন্দ্রীয় এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় বক্তারা

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা শ্রেয়

২৩ আগস্ট, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

দেশের অন্যান্য স্থানের ন্যায় আগামী ২৪শে আগস্ট থেকে ২৯শে আগস্ট পর্যন্ত নগরীতে অনুষ্ঠিত হবে ক্ষুদে ডাক্তার কর্র্তৃক শিক্ষার্থীদের চিকিৎসা সেবা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে চসিক জেনারেল হাসপাতালে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যাক্রম বাস্তবায়ন উপলক্ষে কেন্দ্রীয় এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সরকারের ফাইলেরিয়াসিস নির্মূল কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী এবং চসিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য-শিক্ষা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূষিকেশ শীল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, এমও ইনচার্জ ডা. আশিষ কুমার মুখার্জী ও ডা. ইসরাত জাহান। আরও বক্তব্য রাখেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম চৌধুরী, কনসালটেন্ট (শিশু) ডা. সুশান্ত বড়ুয়া, মেডিকেল অফিসার ডা. আকিল মোহাম্মদ নাফে প্রমুখ । সভা পরিচালনা করেন মো. আবু ছালেহ। সভায় বক্তারা বলেন, জাতির মেধা বিকাশ ও গঠনে সুস্থ, পুষ্টি সম্পন্ন ও রোগ মুক্ত নতুন প্রজন্মের কোন বিকল্প নেই। রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা অনেক শ্রেয়। তাই এই ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই প্রথম অধিদপ্তরের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরসহ অন্যান্য সমমনা প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট