১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
কবি নাফিক আব্দুল্লাহকে সভাপতি এবং সংস্কৃতিকর্মী সায়েম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাংস্কৃতিক সংগঠন বয়ান শিল্পাঙ্গনের ২০২৩-২৪ সেশনের পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় কাতালগঞ্জস্থ সেবা নিকেতনে যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নুরুল আলম, সমুদ্র টিটু, নাসরীন হীরাকে সহ সভাপতি, রুবেল চৌধুরী, রুমি দেবীকে সহ সাধারণ সম্পাদক, সাজ্জাদ শাকিলকে সাংগঠনিক সম্পাদক, অরিন্দম সরকার শাওনকে সহ সাংগঠনিক সম্পাদক, কণা দাশকে প্রশিক্ষণ ও শিল্প সংস্কৃতি সম্পাদক, হৃদয় বড়ুয়াকে নাটক বিষয়ক সম্পাদক, বিপ্লব দে শান্তকে অর্থ ও গণযোগাযোগ সম্পাদক নির্বাচিত করা হয়। জাকির মান্না, শওকত শ্রাবণ, আকাশ ইকবালকে নির্বাহী সদস্য, আল আমিন, শান্তা শর্মা, ফাহিম রায়হান, অরুনাভ রবি, রাবেয়া জামান, জামি, সুদীপ্ত রায়, আহমেদ ইশতিয়াক, পার্থ সারথি দে, রাইসা, নয়ন দে কে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সংগঠনের আগামী দু’বছরের কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যদের মতবিনিময় শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ