চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্রেনেড হামলা দিবস পালনে বিভিন্ন স্থানে আয়োজিত সভায় বক্তারা

প্রতিকূলতা জয় করে ঘুরে দাঁড়িয়েছে আ.লীগ

মফস্বল ডেস্ক

২৩ আগস্ট, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ: বাঁশখালীর নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা, ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, কফিল উদ্দীন চৌধুরী, মো. ইয়াছিন, এডভোকেট বদরুদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন, মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, এসএম মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আ.লীগ নেত্রী রয়ান জন্নাত, ছাদুর রশীদ, এডভোকেট তোফাইল বিন হোসাইন, মো. হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসাইন, মাস্টার মো. আজিজ, মিজান সিকদার প্রমুখ।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোকারম চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খোকা, আবদুর রউফ, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম জহুর, শেখ শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক রিদোয়ানুল হক টিপু, সাইফুল ইসলাম, মিজানুর রহমান সেলিম, সেকান্দর আলম বাবর, সাইদুল আলম, ইসমাঈল হোসেন চৌধুরী আবু, ইকবাল হোসেন তালুকদার, আবুল মোকারম, শাহাদাত হোসেন, এসএম কাজেম প্রমুখ।
রাউজান উপজেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, য্বুলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
। গত বুধবার দুপুরে মুন্সিরঘাটাস্থ উপজেলা কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ভুপেশ বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, স্বপন দাশগুপ্ত, জাফর আহম্মদ, শাহ আলম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, ইফতেখার উদ্দিন দিলু, আবদুস ছালাম, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, স্বপন বড়–য়া, মোজাফফর আহমদ তালুকদার, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, দোস্ত মোহাম্মদ, ইরফান আহমদ চৌধুরী, আবদুর রহমান চৌধুরী প্রমুখ।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল, উত্তর জেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আক্তার কামাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সহ-দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমানুল হক তালুকদার, নজরুল কাদের, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউনুচ, সহ-সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা তাঁতী লীগ আহবায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক রুবি আক্তার প্রমুখ।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, অঙ্গ-সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পৌরসভা মেয়র রফিকুল আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, আ.লীগ নেতা জাহেদুল আলম, নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,আ. জব্বার,পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা প্রমুখ।
বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ: কর্ণফুলীর নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার বড়উঠান ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ খান আরজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. রফিক উল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মো. খোকন, মো. বাবুল, মো. সৈয়দ নুর, মো. আজাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওয়াহিদ, ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন, রাকিব উদ্দিন, মামুনুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট