চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কর্ম দক্ষতা বিষয়ক কর্মশালা আশার

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৩৩ পূর্বাহ্ণ

শিক্ষা সুপারভাইজারদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘আশা’ পটিয়া শাখার উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের একটি হোটেলে শিক্ষা সুপারভাইজার কর্মশালা ডিস্ট্রিক ম্যানেজার মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন ম্যানেজার সামিউল হক।

বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল ম্যানেজার মো. বাহারুল ইসলাম (বাহার)। এতে আরো উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র এডুকেশন অফিসার, এডুকেশন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার এবং শিক্ষা সুপারভাইজারগণ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামিউল হক বলেন, আশা দেশব্যাপী দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ১৩ হাজার ৬৫০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। যার মধ্যে আশা-চট্টগ্রাম বিভাগে ৬১৫টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ১৮,০০০ শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। ১৫টি শিক্ষাকেন্দ্রের সুপারভিশনের দায়িত্ব পালন করেন ১ জন শিক্ষা সুপারভাইজার। তাই শিক্ষা সুপারভাইজারদের কাজের গুণগত মান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট