চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জমতে শুরু করেছে চট্টগ্রামের বইমেলা

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৪৩ অপরাহ্ণ

ফাগুন এসেছে। প্রকৃতিতেও লেগেছে দারুণ দোলা। প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও দোলা দেয় বসন্তের বাতাস। নয় শীত, নয় গরম এমন আমেজে কাটছে জীবন এর মাঝেই চলছে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে অমর একুশে বইমেলা। একদিকে চলছে সৃজনশীল লেখক-প্রকাশকদের মিলনমেলা, অপরদিকে চলছে বইপ্রেমী দর্শনার্থীদের আনাগোনা। গতকাল সোমবার বিকেলে মেলায় ঢুকতেই দেখি অন্যদিনের তুলনায় ভিড় বেশি। আর প্রায় স্টলে স্টলে সাজানো রয়েছে নানা ধরনের বই।

 

মায়ের সঙ্গে মেলায় এসেছে শিশু সুমি ও মৃন্ময়ী। ঘুরে ঘুরে ছবি তুলতে দেখা যায় তাদের। বাচ্চাদের মা সুমাইয়া আরা বলেন, ‘শিশুদের নিয়ে বইমেলায় এলে তারা অনেক আনন্দিত হয়। শিশুরা মায়ের ভাষার ইতিহাস জানতে পারে। এখনকার বেশিরভাগ শিশু ভালো বাংলা জানে না। কারণ, অধিকাংশ শিশু ইংরেজি ভার্সনে পড়ালেখা করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, জাতির শেকড়ের ইতিহাস শিশুদের জানাতে অভিভাবকদের সচেতন হতে হবে।’

 

বই বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন,‘মেলা এখনো তেমন জমে ওঠেনি। তবে প্রতিদিনই ভিড় বাড়ছে। বিকেলে তেমন ভিড় না থাকলেও সন্ধ্যার পর ভিড় হচ্ছে, তবে তেমন বিক্রি হচ্ছে না। বিক্রি বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।’

 

প্রায় প্রকাশকরা জানান, আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে কাগজের দাম বেশি। এক বছরে কাগজের দাম প্রায় দিগুণ হয়েছে, তা প্রতিনিয়ত বাড়ছে। তাই বাধ্য হয়ে বইয়ের দাম বাড়িয়েছেন তারা। তবুও পাঠকের কথা বিবেচনায় রেখে ভর্তুকি দিয়ে হলেও অতিরিক্ত দাম না রাখার চেষ্টা করেছেন তারা।

 

অন্যদিকে, ইচ্ছে থাকা সত্ত্বেও পছন্দের সব বই কিনতে পারছেন না পাঠকরা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বইয়ের দামটাও বেড়ে যাওয়ায় চাইলেও আগের মতো বই কিনতে পারছেন না তারা। পাঠকদের কথা বিবেচনায় নিয়ে বইয়ের দামে সমন্বিত সিদ্ধান্ত আসতে পারত বলে মনে করেন তারা।

 

বই কেনার জন্য তালিকা তৈরি করে মেলায় এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, পছন্দের ১০টি বইয়ের তালিকা হাতে নিয়ে মেলায় এসেছি। কিন্তু এসে দেখি বাজেটের তুলনায় বইয়ের দাম অনেক বেশি। তাই এখনো কিনতে পারছি না। অনেক হিসাব-নিকাশ করে চলতে হয়। বইয়ের দাম আগের মতো থাকলে এত চিন্তা করা লাগত না। এখন কেন জানি বইয়ের আশপাশে যেতেও ভয় লাগে।

 

আজকের অনুষ্ঠান : আজ বুধবার বিকেলে বইমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। এবারের বসন্ত উৎসবের অন্যতম আকর্ষণ দুপুর দুইটায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকাভাই’। এছাড়া থাকছে বিভিন্ন সংগঠনের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রধান আলোচক থাকবেন চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম। বিশেষ আলোচক থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. ইলিয়াস।

 

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট