১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ
আনোয়ারা সংবাদদাতা
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বারখাইন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দিলীপ কুমার মজুমদার মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
এছাড়া এই শিক্ষকের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ শ্রমিকলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদক পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত রবিবার বিকেল তিনটায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে দুই ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুগ্রীব মজুমদার দোলনরে পিতা।
পূর্বকোণ/সুমন/মামুন/পারভেজ