চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে পাহাড় কাটায় একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় কাটার দায়ে মো. শাহজাহান (৪০) নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে থানার বেলতলীঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

 

জেলা প্রশাসন জানায়, রেকর্ড পর্যালোচনায় দেখা যায় পাহাড়টি প্রায় ১১ একর জায়গায় অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নামে নগরের আকবর শাহ এলাকার লটনয় পাহাড়তলি মৌজায় অবস্থিত। দুপুরে সেখানে অভিযানে পাহাড় কাটার সময় শাহজাহান নামে একজনকে এস্কেভেটরসহ হাতেনাতে পাওয়া যায়। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার জন্য ব্যাপকভাবে পাহাড় কেটেছে। অভিযানকালে কারাদণ্ড প্রদানের পাশাপাশি এস্কেভেটরটি জব্দ করা হয়।

 

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতোমধ্যে আমরা পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। পাহাড় কাটার দায়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক নিয়মিত মামলার ব্যবস্থাসহ মোবাইল কোর্টে পরিবেশ আইনে জেল জরিমানা করা হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ, আকবরশাহ থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন ও  এএসআই রায়হান উদ্দিন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট