চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণপূর্ত অধিদপ্তরের সীমানা দেয়ালে হঠাৎ আছড়ে পড়ল চালকবিহীন গাড়ি!

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অফিস। পাশেই দাঁড়ানো ছিল লন্ডন এক্সপ্রেস নামে একটি গাড়ি। গাড়িতে চালক-যাত্রী কেউ ছিল না। কোন কারণ ছাড়াই হঠাৎ চলতে শুরু করে গাড়িটি। কিছুক্ষণ চলার পর গাড়িটি অধিদপ্তরের বাউণ্ডারি ওয়াল ভেঙে একটি বৈদ্যুতিক খুঁটির তারের সাথে আটকে যায়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর জাকির হোসেন সড়কের গরীবউল্লাহ শাহ এলাকায় এ ঘটনা ঘটে। গাড়িটির নম্বর ঢাকামেট্রো- ১৫-৩৬২২। গাড়িটির চালকের নাম নুরুজ্জামান (৪০)।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চালক নুরুজ্জামান জানান, ‘গাড়িটি কয়েকদিন ধরে বিকল অবস্থায় ছিল। গতকাল ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে চলাচলের উপযুক্ত করে। পরীক্ষামূলকভাবে চালানোর পর বন্ধ অবস্থায় রাত থেকে অধিদপ্তরের পাশে রাখা ছিল।’

তিনি জানান, ‘দুপুরের ‍দিকে হেলপার ফোন দিয়ে বলে গাড়ি চলে যাচ্ছে। এটা বলার সাথে সাথে আমি দৌঁড়ে আসি। কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় থাকায় আমি উঠতে পারিনি। উঠতে পারলে হয়তো দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যেত।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক গাড়িটি চালু রেখে নিচে নেমেছিল। তাদের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট