১০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলারের দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম নগরী ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন : মো. মামুন (৩৪), মো. আলী (৩৮), মো. এনায়েত উল্লাহ প্রকাশ শান্ত (২৮) এবং মো. রাসেল (২৫)।
নুরুল আবছার জানান, গত ৫ জানুয়ারি ডাকাতির ঘটনায় আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার চট্টগ্রাম জেলার ভুজপুর থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে গতকাল এবং আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং, হালিশহর এবং কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ মেরিজ সিগারেট এবং নগদ ৩৬,০০০ টাকা উদ্ধার করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ