চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশিষ্টজনদের শুভেচ্ছায় সিক্ত দৈনিক পূর্বকোণ

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:১০ অপরাহ্ণ

৩৮ বছরে পা রেখেছে মুজিববর্ষে দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতিপ্রাপ্ত, চট্টগ্রামের পাঠক সমাদৃত পত্রিকা দৈনিক পূর্বকোণ। ৩৭ বছর আগে যাত্রা শুরু করা দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের সংবাদপত্র জগতে আধুনিকতার সূচনা করেছিল। ক্ষুরধার লেখনী আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে গত তিন দশকে পূর্বকোণ পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে, তেমনি সৃষ্টি করেছে অনেক মেধাবী ও খ্যাতিমান সংবাদকর্মী।

 

১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করেছিল দৈনিক পূর্বকোণ, যিনি ২০০৭ সালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সময়ের আবর্তে পূর্বকোণের হাল ধরেছিলেন তাঁর সন্তান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী।

 

শুক্রবার (১০ ফেব্রয়ারি) সকাল ১০টায় পূর্বকোণ কর্তৃপক্ষ শ্রদ্ধার সাথে মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও তসলিমউদ্দিন চৌধুরীকে স্মরণ করে ৩৮ বছরে প্রবেশের আনুষ্ঠানিকতা শুরু করে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চট্টগ্রামের রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, পাঠক-শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন অনুষ্ঠানে পরিণত হয়।

 

শুরুতে দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরীকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্যে ওয়াসিকা আয়েশা খান এমপি বলেন, সুষ্ঠু সাংবাদিকতা আমার সবসময় পছন্দ। সুষ্ঠু সাংবাদিকতার প্রতীক হিসেবে পূর্বকোণের সুনাম রয়েছে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে পূর্বকোণও এগিয়ে যাবে।

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পূর্বকোণ চট্টগ্রামের সাথে দেশের মানুষের কথা বলবে। উন্নয়নের পাশাপাশি দেশের সমস্যা তুলে ধরে সমাধানের পথ দেখাবে।

তরুণ উদ্যোক্তা এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন বলেন, দৈনিক পূর্বকোণ করোনা মহামারীর সময় এমন কিছু সংবাদ ছাপিয়েছে, যা জাতীয় পত্রিকাও করতে পারেনি।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চেীধুরী, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ শামসুল হক চৌধুরী, ওয়াসিকা আয়শা খান এমপি, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের যুগ্ম আহ্বায়ক মাইমুন উদ্দিন মামুন প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন পূর্বকোণের সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, চিফ রিপোর্টার সাইফুল আলম, সিনিয়র সাব এডিটর মোরশেদ আলম, হাসনাত মোর্শেদ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, পূর্বকোণ লিমিটেডের জিএম মোজাম্মেল জিলানী, হিসাব বিভাগের প্রধান মো. মারুফ, মানবসম্পদ কর্মকর্তা চন্দন শীল, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দীসহ সংবাদিক-কর্মকর্তা এবং কর্মচারীগণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক পূর্বকোণের ইউনিট প্রধান মিরাজ উদ্দিন রায়হান।

 

এছাড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

চট্টগ্রামের পৃথক সংস্কৃতি ও ঐতিহ্যকে বরবার গুরুত্ব দিয়ে আসছে পূর্বকোণ। ৩৮ বছরে প্রবেশের দিনেও এর ব্যতিক্রম হয় নি। দৈনিক পূর্বকোণ আজ থেকে প্রকাশ করছে ধারাবাহিক বিশেষ সংখ্যা ‘দৃষ্টিজুড়ে চট্টগ্রাম’।

 

দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী পত্রিকার প্রকাশনায় অতীতের মত ভবিষ্যতেও সকলের সহযোগিতা চেয়েছেন।

 

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট