চট্টগ্রাম বুধবার, ২২ মার্চ, ২০২৩

৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ফুটপাত দখল করে ব্যবসা : ১৪ ব্যক্তিকে দুই লক্ষাধিক টাকা জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসাসহ নানা অপরাধে ১৪ ব্যক্তিকে দুই লাখ সাত হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। বুধবার নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত  পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এই জরিমানা আদায় করেন। 

 

অভিযানে নগরীর এ. কে খান মোড়ে হোটেলের ব্যবহৃত ময়লা পানি রাস্তায় ফেলায়, বিনা অনুমতিতে রাস্তা কর্তন করা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে আয়োজন রেস্তোরাকে এক লাখ টাকা, আম্মাজান হোটেলকে ২০ হাজার, জাহান ইঞ্জিনিয়ারিংকে ৩০ হাজার এবং লাভলেইন এলাকায় নালা ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সানমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

 

অপর অভিযানে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর কে.সি.দে রোডের উভয়পাশের রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করার দায়ে ৭ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট