৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আনোয়ারা থানার চাঁদাবাজির একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সাবেক দেহরক্ষীসহ ৬ পুলিশ সদস্যকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা সাবিনা ইয়াসমিনের আদালত তাদের খালাসের রায় দেন।
ছয় পুলিশ সদস্য হলেন: আবদুল নবী (২৭), এসকান্দর হোসেন (২৬),মনিরুল ইসলাম (২৫), মো. শাকিল খান (২৬), কনস্টেবল মো. মাসুদ (২৬) ও সিএমপির সাবেক কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী কনস্টেবল মোরশেদ বিল্লাহ (২৫)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ডিবি লেখা জ্যাকেট পরে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে আবদুল মান্নান নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। পরে আবদুল মান্নানকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় নিয়ে আটকে রাখে। এ সময় আবদুল মান্নানের বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ রয়েছে জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তাদের ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হলে তারা তাকে ছেড়ে দেয়। পরে পুলিশ সদস্য পরিচয়ে অপহরণ এবং মুক্তিপণের অভিযোগে ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন আবদুল মান্নান।
মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা পায়। এ ঘটনায় তাদের গ্রেফতার করে একই দিন কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ৬ জনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়। ২০২১ সালের ৪ ডিসেম্বর ওই ৬ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই।
পূর্বকোণ/রাজীব/পারভেজ