৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে আরও দুই দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়।
আটক দালালরা হলেন- নোয়াখালী মাইজদী এলাকার আবুল হোসেনের ছেলে মো. শফি (৪০) এবং পটিয়া উপজেলার কেলিশহর ইউপির সেন বাড়ি এলাকার মৃত সুশীল সেনের ছেলে প্রদীপ সেন (৪৭)। তারা নগরীর লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমাদের পরিচালক স্যার দালালদের চিহ্নিত করতে গাইনি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসিয়েছেন। তারই সুফলে আজ আমরা দুই দালালকে হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটক দুই দালালকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ