চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছবি: পূর্বকোণ

পরীক্ষামূলক যাত্রা শুরু পূর্বকোণ অনলাইন নিউজ পোর্টালের

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০১৯ | ১০:২৬ অপরাহ্ণ

‘সঠিক সংবাদ সবার আগে’ এই শিরোনামে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পূর্বকোণ অনলাইন নিউজ পোর্টাল।
শনিবার (৪ মে) সকালে পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে দি পূর্বকোণ লিমিডেটের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টার এ পোর্টালের পরীক্ষামূলক যাত্রার শুভ সূচনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দীন চৌধুরী। দৈনিক পূর্বকোণের সাংবাদিকসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণও উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে জসিম উদ্দিন চৌধুরী বলেন, ৩৩ বছর আগে চট্টগ্রামে প্রথম আধুনিকতার ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করে দৈনিক পুর্বকোণ। অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয় হয়ে ওঠে এই পত্রিকা। সেই ধারাবাহিকতায় আজ থেকে নতুন অধ্যায় শুরু করছে পূর্বকোণ। সকলের পরিশ্রমে পূর্বকোণ অনলাইন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে এবং পাঠকের চাহিদা পূরণ করতে পারবে, সেই প্রত্যাশা করছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট