চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাড়তি দামে চিনি বিক্রি, জরিমানা ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৪ অপরাহ্ণ

প্যাকেট চিনির দাম মুছে বাড়তি দামে বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার (৬ ফেব্রুয়ারি) নগরের পলিটেকনিক মোড়, আরেফিন নগর বাজার ও রৌফাবাদসহ বি‌ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। 

তিনি বলেন, নিত‌্যপ‌ণ্যের বাজা‌রদর যাচাই করার একটি বি‌শেষ অভিযানে চিনির দাম ঘষে তুলে ফেলে বাড়তি দামে বিক্রি করায় নগরীর পলিটেকনিক মোড় এলাকার রহমান ট্রেডার্সকে ২০ হাজার এবং ওষুধের প্যাকেটের দাম কেটে ফেলে অধিক দামে বিক্রি করায় রণদীপ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট