চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ফুটপাত-জেব্রা ক্রসিং ব্যবহারে দুর্ঘটনা কমবে : জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৫০ অপরাহ্ণ

ফুটপাত-জেব্রা ক্রসিং ব্যবহারে দুর্ঘটনা কমবে উল্লেখ করে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেছেন, রাস্তায় চলাচলের সময় অবশ্যই ফুটপাত-জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। যেখানে ফুটপাত নাই সেখানে রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করতে হবে। সুনাগরিক হতে হলে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সোমবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. অর্থদর্শী বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের এডিসি কাজী হুমায়ূন রশিদ, ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মো. কামাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (মুরাদপুর) ইস্রাফিল মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (খুলশী) মো. সালাউদ্দিন মামুন, ট্রাফিক ইন্সেপেক্টর (বায়েজিদ) মো. আলমগীর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (চান্দগাঁও) উত্তম কুমার দেবনাথ প্রমুখ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট