চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ফার্নিচার মেলা শেষ হচ্ছে আজ

শেষ মুহূর্তে অফারের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তে জমে উঠেছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন চট্টগ্রাম ফার্নিচার মেলা। দর্শনার্থীদের পাশাপাশি মেলায় বেড়েছে ক্রেতার উপস্থিতি।

 

ক্রেতা টানতে ফার্নিচার কোম্পানিগুলোও দিচ্ছে নানা অফার। মেলা উপলক্ষে প্রতিটি আসবাবে মিলছে ৫-৩০ শতাংশ পর্যন্ত ছাড়। ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচারও।

 

সৌখিন, রুচিশীল এবং আধুনিক ফার্নিচারের প্রতি আগ্রহী মানুষের চাহিদা পূরণে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলা শুরু হয় গত বুধবার। এতে দেশের নামি-দামি ২৭টি ব্র্যান্ড নিজেদের তৈরি আসবাব নিয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত এই মেলা আজও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে

গতকাল ফার্নিচার মেলা ঘুরে দেখা গেছে- মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মাঝে তাদের পণ্যের বিশেষত্ব ও ছাড়ের বিষয় তুলে ধরছেন। বেশ কিছু প্রতিষ্ঠান ক্রেতাদের পছন্দের ফার্নিচার ডিসপ্লেতে দেখার সুযোগ করে দিচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেলায় বেডরুমের ফার্নিচারের দিকে দর্শনার্থীদের আগ্রহ বেশি। এছাড়া সোফা, ডাইনিংয়েও আগ্রহী ক্রেতারা।

 

মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য সব আসবাবের দামে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ফার্নিচারের বৃহত্তম প্রতিষ্ঠান জেএমজি। এছাড়া জেএমজির স্টল থেকে ১ লাখ টাকার ফার্নিচার কিনলে মিলছে আকর্ষণীয় গিফট ভাউচারও।

 

জেএমজির এমডি মাকসুদুর রহমান পূর্বকোণকে বলেন, স্টলে থাকা ফার্নিচারের ৮০ শতাংশ মেলা উপলক্ষে বানানো। পছন্দের ফার্নিচার যাতে ক্রেতারা সহজেই কিনতে পারেন এজন্য আমরা ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।

 

শুধু জেএমজি নয়- ফার্নিচারের ব্র্যান্ড শৈল্পিক তাদের আসবাবে ২০ শতাংশ, ব্রাদার্স ৫-১৫ শতাংশ, রাইট ১৫ শতাংশ, ভেগাস ৫-২০ শতাংশ, হাতিম ১৫ শতাংশ, চট্টলা ৫-১৫ শতাংশ, দেশ ৫-২০ শতাংশ, এইচএস ডেকোর ১৫-২০ শতাংশ, নিউ এনটিক ১৫-২০ শতাংশ, লেগনো ১৫ শতাংশ, রাব্বি ওডেন ২৫ শতাংশ ছাড় দিচ্ছে মেলা উপলক্ষে। ক্রেতারাও ছাড়ের অফার লুফে নিয়ে নিজেদের পছন্দের আসবাব কিনছেন এসব স্টল থেকে।

 

বাসার খাট কিনতে মেলায় আসা ইসরাত জাহান পূর্বকোণকে বলেন, আমরা চাইলেই বাসার কাছের শো-রুমে গিয়ে ফার্নিচার কিনতে পারি। কিন্তু মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে একই সাথে অনেক ব্র্যান্ডের পণ্য দেখে আমার জন্য কোনটি কমফোর্ট হবে সেটি বাছাই করে নেওয়া। মেলা উপলক্ষে পণ্যের দামে ছাড় দেওয়ায় বাসার জন্য খাট কেনাটাও সহজ হলো।

 

ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রামের সভাপতি ছৈয়দ এএসএম নূরউদ্দীন পূর্বকোণকে বলেন, বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও এবার মেলায় ক্রেতারা ভালো সাড়া দিচ্ছেন। তবে বিক্রির চেয়েও দেশীয় ফার্নিচারের নান্দনিক ডিজাইন ক্রেতাদের সামনে তুলে ধরতে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। মেলায় দেশীয় ফার্নিচারের ভালো ব্র্যান্ডিং হচ্ছে। যেটা সারাবছর আমাদের কাজে আসবে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট