চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চুরি হওয়া স্বর্ণ-টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৯ | ৩:৫৯ অপরাহ্ণ

নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা টাংকির পাহাড় থেকে নুর হোসেন (৪০) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে মতিঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসেন মতিঝর্ণা টাংকির পাহাড় এলাকার লাল মিয়ার ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী পূর্বকোণকে বলেন, ১১ আগস্ট (রবিবার) লালখান বাজার ওসমানিয়া ভবনের বাসিন্দা ফয়েজ আহমদ ঈদের ছুটি কাটাতে বাড়িতে যান। ১৮ আগস্ট বাড়ি থেকে ফিরে বাসায় ঢুকে আলমারি ভাঙা ও জিনিসপত্র অগোছালো দেখতে পান। তার বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকা চুরি হয়।

ওসি বলেন, ২০ আগস্ট ফয়েজ আহমদ খুলশী থানায় অভিযোগ করেন। পরে পু্লিশ তদন্তে নেমে চোর নুর হোসেনকে শনাক্ত করে। নুর হোসেনকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে চুরি হওয়া পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন,  ফয়েজ আহমদের বাসায় তিনজন মিলে চুরি করে বলে নুর হোসেন পুলিশকে জানিয়েছে।এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাসা-বাড়িতে চুরির সঙ্গে জড়িত।

এ চক্রে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট