চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এক ঘণ্টার জন্য বন্ধুর মোটরসাইকেল নিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:০৭ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থেকে ঘুরতে যাওয়ার কথা বলে সৈকতের মোটরসাইকেল নিয়ে যায় তার দুই বন্ধু। পরে সে মোটরসাইকেল ফেরতের কথা বললে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে দুই বন্ধু ইমতিয়াজ ও জয়নাল।শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাটহাজারী রউফাবাদ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।  

আটকরা হলেন : পাঁচলাইশ এলাকার মান্নান বেকারি গলির আক্তার হোসেনের ছেলে ইমতিয়াজ সিয়াম (২১) ও তার সহযোগী মো. জয়নাল।

 

পাঁচলাইশ থানার সাব ইন্সেপেক্টর নরুল আমিন জানান , গত ৩১ জানুয়ারি পাঁচলাইশের আতুরার ডিপো খাবার মেলার দোকানের সামনে থেকে ইমতিয়াজ সিয়াম (২১) ও মোস্তাকিম জুবায়ের শিহাব (২২) তাদের বন্ধু আরিফুল ইসলাম সৈকতের কাছ থেকে তার মোটরসাইকেলটি এক ঘণ্টার জন্য নিয়ে যায়। পরে তাদেরকে সৈকত ফোন করে মোটরসাইকেলটি ফেরত চাইলে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে গত ২ ফেব্রুয়ারি শিহাব সৈকতকে পাঁচলাইশ বিবিরহাটের আজাদ কমিউনিটি সেন্টারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে কয়েকজন মিলে বেঁধে রাখে। গতকাল রাতে সিয়াম ও শিহাব চাঁদা দিয়ে মোটরসাইকেল আনার কথা বললে সৈকত রাত বারোটায় রউফাবাদ এলাকায় যান। এ সময় সেখানে হাতেনাতে সিয়াম ও জয়নাল নামে তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত নুরুল বশর বিপুল ও মোস্তাকিম জুবায়ের শিহাব পলাতক রয়েছে।  

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট