চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই হ্রদে আটকা পড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষার্থী উদ্ধার

রাঙামাটি সংবাদদাতা

৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:১০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকে পড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এরআগে বিকেল সাড়ে ৩টায় চর এলাকায় আটকে যায় লঞ্চটি।

চট্টগ্রাম কলেজের এক শিক্ষক পূর্বকোণকে জানান, পুলিশের জরুরি সহায়তা নম্বর ৯৯৯ এর মাধ্যমে ঘটনা জানতে পেরে জেলা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে। রাত ৮টায় জেলা শহরের উন্নয়ন বোর্ড ঘাটে লঞ্চটি আনা হয়। শিক্ষা সফরে আসা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।  পিকনিকে কলেজের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূঁইয়া বলেন, শনিবার বিকেলের দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে। লঞ্চ চালকসহ অন্যরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়।  পার্বত্য বিশেষ এলাকা হওয়ায় এতজন শিক্ষার্থী নিয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি । পরে পুলিশকে জানানোর পর তারা আমাদেরকে উদ্ধার করে। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষাসফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। ৯৯৯-এ কল পেয়ে আমরা জরুরিভাবে তাদের উদ্ধার করে নিয়ে আসি। নৌ- পুলিশের সদস্যরাও আমাদের এ কাজে সহায়তা করে।

 

পূর্বকোণ/রুবেল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট