চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ধারণক্ষমতার ৭৫% জায়গা খালি বন্দরে হিমায়িত কনটেইনার

২,৬২০ টিইইউস ধারণক্ষমতা থাকলেও হিমায়িত কনটেইনার আছে মাত্র ৬৭০ টিইইউস

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে বর্তমানে হিমায়িত কনটেইনার (রিফ্রেজারেট সুবিধা সম্পন্ন) ধারণক্ষমতা ২ হাজার ৬২০ টিইইউস হলেও কনটেইনার আছে মাত্র ৬৭০টি।

যা ধারণক্ষমতার মাত্র ২৫ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় ৭৫ শতাংশ জায়গাই খালি রয়েছে। এছাড়া অখালাসকৃত ১১৪ টিইইউস নিলামযোগ্য কনটেইনার কাস্টমসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। মূলত সাম্প্রতিক দেশে ডলার সংকটের কারণে আমদানি পণ্যের ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না। ফলে চট্টগ্রাম বন্দর-কেন্দ্রিক জাহাজ আসা কমে গিয়ে প্রায় সময় বন্দরের কয়েকটি জেটি খালিও থাকছে। এসব কারণে হিমায়িত পণ্য আমদানি অনেকাংশে কমে যাওয়ায় হিমায়িত কনটেইনারও কমে গেছে। এমনকি আসন্ন রমজানের জন্যও খেজুর ও ফল আমাদানির ঋণপত্র খুলতে না পারায় বন্দরে হিমায়িত কনটেইনার কম রয়েছে।

এ প্রসঙ্গে বন্দর সচিব মো. ওমর ফারুক পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অগেরে চেয়ে অনেক বেড়েছে। বন্দরের ওভার ফ্লো ইয়ার্ডসহ কনটেইনার রাখার জায়গা বাড়ায় ওভার অল ধারণক্ষমতা বেড়েছে। তাই ড্রাই কনটেইনারের পাশাপাশি রেফার্ড কনটেনারের ধারণক্ষমতাও বেড়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে বর্তমানে ২ হাজার ৬২০ টিইইউস হিমায়িত কনটেইনার রাখার জায়গা আছে। তবে কনটেইনার আছে ৬৭০টি। এর পাশাপাশি অখালাসকৃত ১১৪ টিইইউস নিলামযোগ্য কনটেইনার কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, একটা সময় ছিল যখন বন্দরের অভ্যন্তরে হিমায়িত কনটেইনার রাখার জায়গার সংকট ছিল। সে সময় হিমায়িত কনটেইনারে বিদ্যুতের সংযোগ দিতেও বেগ পোহাতে হতো। কিন্তু এসব সে সব সংকট কেটে গেছে।

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট