২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
খাবারের ব্যবস্থাপনা নিয়ে দফায় দফায় দুই পক্ষের হাতাহাতি ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দুই ছাত্রাবাস। একইসঙ্গে শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার মধ্যে হাফিজুল্লাহ বশির ও লুৎফুস সালাম ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ছাত্রাবাসটির তত্ত্বাবধায়ক চমেকের সহকারী অধ্যাপক মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল বুধবার ছাত্রাবাসের মেস চালানোর দায়িত্ব নিয়ে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়। এর জেরে আজও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার ছাত্রাবাস পরিদর্শন করেন এবং ছাত্রাবাস দুটি বন্ধের ঘোষণা দেন।
পূর্বকোণ/রাজীব/এএইচ