চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কাস্টম হাউসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম কাস্টম হাউসে দালাল ধরতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দুদক কর্মকর্তারা কাস্টমসের অসাধু কর্মকর্তাদের ‘নিযুক্ত’ পছন্দসই দালালের মাধ্যমে ঘুষ লেনদেনের সত্যতা পেয়েছে। পাশাপাশি রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও মিলেছে অসঙ্গতি। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের ৫ ও ৭ নম্বর সেকশনে অভিযানটি পরিচালিত হয়। এসময় নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক।

তিনি বলেন, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালানো হয়। সকাল থেকে ছদ্মবেশে অভিযান চালিয়ে শুল্কায়ন প্রক্রিয়া অবলোকন করা হয়। এ সময় ঘুষ লেনদেনের বিষয়ে সরাসরি প্রমাণ পাওয়া যায় নি। তবে অভিযোগের সত্যতা রয়েছে। অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালাল চক্রের মাধ্যমে এখানে ঘুষ লেনদেন হয় বলে জানান দুদক কর্মকর্তা। এছাড়া কাস্টমসের রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও নানা অসঙ্গতি দেখা গেছে। অভিযোগের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট