২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
‘অলৌকিক কয়েন’ বিক্রির নামে মানুষকে বোকা বানিয়ে ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলাম ওরফে তাঁরা মিয়া (৫৫) ও তার দুই সহযোগী শাহেদ আহম্মদ খান (৪৪) এবং মোহাম্মদ আলমগীর (৩৭)।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, ১৮৩৯ সালের ব্রিটিশ আমলের তামা ও সিরামিকের ভুয়া কয়েনকে ‘অলৌকিক কয়েন’ বলে সাধারণ মানুষকে বাড়তি দামে বিক্রি করার লোভ দেখিয়ে চক্রটি হাতিয়ে নেয় লাখ টাকা। তারা একটা প্রতারকচক্র এবং অজ্ঞান পার্টিরও সদস্য। তারা বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে। এই কয়েন তারা নিজেরাই তৈরি করে এবং তা বানাতে তাদের কয়েন প্রতি খরচ হয় মাত্র ১শ-২শ’ টাকা। কিন্তু মানুষকে কয়েনের অলৌকিক শক্তির কথা শুনিয়ে হাতিয়ে নেয় ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। আর এমন চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
পূর্বকোণ/রাজীব/এএইচ