২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ভুয়া জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট তৈরির অপচেষ্টাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার এসএম সফিউল্লাহ।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার কায়কখালীর ফয়েজ আহমেদের ছেলে মো. আরিফ, কক্সবাজার জেলার ঈদগাঁওয়ের নবী হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন ও কুমিল্লার চান্দিনা থানার গল্লাই এলাকার মৃত আবু তাহেরের ছেলে মোহাম্মদ তারেক।
পুলিশ সুপার এসএম সফিউল্লাহ বলেন, মোবাইল ফোনের মাধ্যমে চক্রটি এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চক্রটি জেলার দোহাজারী পৌরসভার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্মনিবন্ধন সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করেন। পরবর্তীতে জন্ম নিবন্ধন ও ভুয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রোহিঙ্গা পাসপোর্ট তৈরিতে সহায়তা করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/এএইচ