নগরীর ফুটপাত, রাস্তা ও নালা দখল করার দায়ে ১১ ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই জরিমানা আদায় করেন।
মারুফা বেগম নেলী জানান, নগরীর লালখান বাজারস্থ হাইলেভেল রোডের পার্শ্ববর্তী নালা ইট বালি ফেলে ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় রোডের উভয় পার্শে রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।