চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শ্রমিকদের ৮৬টি চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:১১ অপরাহ্ণ

চট্টগ্রামে ন্যাশনাল ইনেশিয়েটিভের আওতায় তিনটি পোশাক কারখানার শ্রমিক ও তাদের পরিবারের মাঝে ৮৬টি চেক বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) নগরীর সার্কিট হাউজে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল থেকে অনুমোদিত চিকিৎসা, উচ্চশিক্ষা ও মৃত শ্রমিকদের মাঝে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৬তম বোর্ড সভায় চট্টগ্রামের জন্য অনুমোদিত চিকিৎসা খাতে আর্থিক সহযোগিতার ১৯টি এবং মৃত্যুজনিত আর্থিক সহযোগিতার ৩টি এবং কেন্দ্রীয় তহবিল থেকে চিকিৎসা খাতে ১১টি, উচ্চশিক্ষা খাতে ২৬টি এবং মৃত্যুজনিত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা বাবদ ২৭টি চেকসহ মোট ৮৬টি চেক শ্রমিক ও শ্রমিকের পরিবারের মনোনীত সদস্যের কাছে হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধি, বিভিন্ন কারখানা মালিক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক লীগের সভাপতি মো. শফর আলীসহ চট্টগ্রামের অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট