২২ অগাস্ট, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নগরীর বহদ্দার হাট মোড়ে ছাত্রলীগের দু’গ্রুপে পাল্টাপাল্টির ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৪ টায় এমইএস ও সিটি কলেজের পাল্টাপাল্টি স্লোগানকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় সভায়। দুপক্ষের স্লোগানে আতঙ্কিত হয়ে পড়ে এলকাবাসি। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে মহানগর ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে চট্টগ্রাম সিটি কলেজ মিছিল নিয়ে সভায় প্রবেশ করলে পাল্টা স্লোগান দেয় ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগ। এ সময় প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে চলমান ছিল এ পাল্টাপাল্টি স্লোগান। সিটি কলেজের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা নোমান ও এমইএস কলেজের সাহেদ এ স্লোগান চালিয়ে যায়।
এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্লোগানে নেতৃত্ব দেয়া দুই ছাত্রলীগ কর্মী পাল্টাপাল্টি স্লোগানটি প্রতিহিংসার কারণে নয় বরং প্রতিযোগীতার কারণে হয়েছে বলে জানান।
এ বিষয়ে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর পূর্বকোণকে বলেন, ‘পাল্টাপাল্টি স্লোগানের বিষয়টি স্বাভাবিক ছিল। স্লোগান ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। খুব শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা সভা সমাপ্ত হয়েছে।’
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) সন্ধ্যা ৭.৩০টা, ভারত-উইন্ডিজ, ৩য় টি-২০ (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং সিলেক্ট ১) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
রাত ৮টা, উড়িষ্যা-হায়দরাবাদ, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং ৩)
সন্ধ্যা ৭.৩০টা, রাত ৮.৩০টা, রাত ১২টা ও রাত ১২.৩০টা, সনি ইএসপিএন বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।