চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লোহাগাড়ায় শোক সমাবেশে ড. আবু রেজা নদভী এমপি

দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে

২২ আগস্ট, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় মডার্ন কমিউনিটি সেন্টারে গত ২০ আগস্ট শোকসভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবু রেজা নদভী এমপি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টের কালো রাত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে অন্ধকার যুগ কায়েম করা হয়। বঙ্গবন্ধু আমৃত্যু একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। তাতেই তাঁর আত্মা শান্তি পাবে।
এডভোকেট হুমায়ুন কবির রাসেলের সভাপতিত্বে ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফারুক, নাজমুল হাছান মিন্টু প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট