চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারে বই ও অর্থ হস্তান্তর

২২ আগস্ট, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানার অন্তর্গত সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের উন্নয়নে বরেণ্য সাহিত্যিক ও মণিষীদের সৃজনশীল বই এবং নগদ অর্থ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিক্্লু দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪-এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪-এর জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য শিক্ষানুরাগী আহসান ফারুক এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সঙ্গীতা রক্ষিতের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রতন কান্তি বড়–য়া। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জমীল আহমদ। অনুষ্ঠানের শুরুতে লায়ন ডা. গোপাল ভট্টাচার্য ও লায়ন সাধন কুমার ধরকে শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিক্লু দাশগুপ্ত। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিক্্লু দাশগুপ্তের হাতে বরেণ্য সাহিত্যিক ও মণিষীদের গল্প সমগ্র, রচনা সমগ্র, জীবনী, ম্যাথম্যাটিকেল ও গ্রামাট্রিকেল এবং মুক্তিযুদ্ধভিত্তিক বই সহ শতাধিক বই ও নগদ অর্থ হস্তান্তর করেন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য ও লায়ন সাধন কুমার ধর। সভায় বক্তারা বলেন, বই জ্ঞানের প্রতীক এবং বই মানুষের জীবনের অমূল্য সম্পদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট