৩১ জানুয়ারি, ২০২৩ | ১২:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ১৭৯১ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্পিডবোট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের মৃত সায়েদুল হকের ছেলে মো. রুহুল আমিন (৩১) ও পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার মৃত বাবুল হকের ছেলে মো. নিজাম উদ্দীন (২৬)।
সোমবার (৩০ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, সাগরপথে বিপুল পরিমাণ মাদক এনে চরপাড়াঘাট এলাকায় স্পিডবোট থেকে একটি প্রাইভেটকারে স্থানান্তর করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্পিডবোট এবং প্রাইভেটকারের চালককে কৌশলে গ্রেপ্তার করা হয়। পরে স্পিডবোট এবং প্রাইভেটকার থেকে ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত স্পিডবোট ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার বিয়ারের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ