চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কুসুমপুরা ইউপি মেম্বার ও মিয়ানমারের এক নাগরিক চন্দনাইশে ইয়াবাসহ আটক

নিজস্ব সংবাদদাতা

২২ আগস্ট, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) বিশেষ অভিযান চালিয়ে পটিয়া কুসুমপুরা ইউপি সদস্য ও মিয়ানমারের এক নাগরিককে ১৫’শ পিস ইয়াবাসহ আটক করেছে।
গত ২০ আগস্ট দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক এমএ আজাদ উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিজিসি ট্রাস্ট হাসপাতাল গেট এলাকা থেকে ১৫’শ পিস ইয়াবাসহ পটিয়া কুসুমপুরার ইউপি সদস্য মো. নেজাম উদ্দীন (৫২), মিয়ানমারের নাগরিক বর্তমানে উখিয়া বালুখালির আজিজুর রহমানের ছেলে মো. হামিদ হোসেন(২৮) কে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (পটিয়া) সার্কেল সহকারী উপ-পরির্দশক একেএম আজাদ উদ্দিন বাদি হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সে মামলা সূত্রে আটককৃত ২ আসামিকে গতকাল ২১ আগস্ট আদালতে প্রেরণ করা হয়। ইউপি সদস্য নেজাম উদ্দীন কুসুমপুরা এলাকার হাবিবুর রহমানের ছেলে বলে জানা যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট