চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চিত্র প্রদর্শনীতে ছবি আহ্বান করেছে পূর্বা

২২ আগস্ট, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

পূর্বা আয়োজন করতে যাচ্ছে ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর সেরা ১০ জন প্রতিযোগীকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হবে। অংশগ্রহনকারী সকল প্রতিযোগীকে অংশগ্রহণের সনদ প্রদান করা হবে।
প্রদর্শনীর পর ছবিগুলো প্রতিযোগীদের দিয়ে দেওয়া হবে। অল্প কিছু ছবি পরবর্তী প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হবে। জাঁকজমকপূর্ণভাবে আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচিত ২০০ ছবি নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৩ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোররা অংশ নিতে পারবে। যে কোন বিষয়ের উপর ছবি আঁকা যাবে। ছবির মাপ/সাইজ ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ১৮ ইঞ্চি প্রস্থ কাগজের উপর ছবি আঁকতে হবে। আঁকা ছবির সঙ্গে প্রতিযোগীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অঙ্কিত ছবির অপর পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পূর্র্ণ ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর সংযুক্ত করতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ২টি আঁকা ছবি পাঠাতে পারবে। ছবি জমার দেওয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। ছবি পাঠানোর ঠিকানা- পূর্বা কার্যালয়, জহুরুল হক বাড়ি, ৩৩/এ মেহেদীবাগ, চট্টগ্রাম, বাংলাদেশ। মোবাইল ০১৮১৯৯৩৩৩৭৬।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট