চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাঁশখালীর এমভিএম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩ | ১১:৪৪ অপরাহ্ণ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনসহ বিভিন্ন অভিযোগে এমভিএম ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের এমভিএম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে এমভিএম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি স্ক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট