চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

শুক্রবার চট্টগ্রামের যেসব স্থানে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৩ অপরাহ্ণ

শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২৭ জানুয়ারি ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বাকলিয়া ও মাদারবাড়ির আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৭ জানুয়ারি ২০২৩ (শুক্রবার)
সকাল ৬টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের টি-৩২ ও টি-৩৩ পাওয়ার ট্রান্সফরমার ও ১১ কেভি ফিডার নং-বি/০১, ০২, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২
B/01= রসুলবাগ, কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ঘাসিয়া পাড়া, তাহের কলোনি, চকবাজার, চানমিয়া মুন্সি লেন, ডিসি রোড, জামাল বিল্ডিং, শহিদ কমিশনার বাড়ি, কালাম কলোনি, আব্দুল লতিফ বাই লেন ।
B/02= দেরাজ মিঞা লেইন, আকবরশাহ লেন, আবদুল হাকিম লেন, মকবুল সওদাগর লেন, কাপাসগোলা উর্দুগলি, তেলপট্টি রোড, সিরাজদৌলা, নেয়ামত আলী ছুপিলেইন, এয়ার মোহাম্মদ লেন, ভোলাশাহ মাজার, পুরাতন ৪র্থ তলা, নুরবক্স লেন, উজির আলীশাহ লেন, রাহাত্তরপুল, ছালেহ আহাম্মদ মুন্সির বাড়ি।
B/05= দেওয়ান বাজার, জাজেস কোয়ার্টার, রুমঘাটা, সিএন্ডবি কলোনি, কেডিএস গলি, নিরাপদ হাউজিং-০১, ভরাপুকুর পাড়, আফগান মসজিদ, ছালা কলোনি, খাজা হোটেল, আহমেদুর রহমান সড়ক, বৌ বাজার, ডাল বাড়ি মেহমান কলোনি, বাদামতলী মোড়, ১৯৪৭ সাবান ফ্যাক্টরি, নুরুল হক কমিশনার বাড়ি, বেলাখান বাড়ি মোড়।
B/06= বাকলিয়া এক্সেস রোড, শান্তি নগর বগারবিল, মোল্লা চায়ের দোকান, নিরাপদ হাউজিং- ০২, মদিনা মসজিদ, আলি নেওয়াজ রোড, মৌসুমি আবাসিক এলাকা, শিশু কবরস্থান, মনুমিয়া বলির বাড়ি, মিয়ার বাপের মসজিদ ও সংলগ্ন আবাসিক এলাকা।
B/07= বাকলিয়া এক্সে রোডে রাস্তার উত্তর পার্শ্ব (মেইন রোড হতে শান্তিনগর পর্যন্ত)
B/08= বিসমিল্লাহ কলোনি, তক্তারপুল, আলী স্টোর বিল্ডিং, বালুর মাঠ, ময়দারমিল মোড়, মিয়াখান বাড়ি, বেলা খান মসজিদ, বেলা খান বাড়ি রোড, কাউয়া স্কুল, ম্যাচ ফ্যাক্টরি, আবু জাফর রোড, নয়া মসজিদ, ইসমাইল ফয়েজ রোড, পশ্চিম পাড়া নুর আলী সাবান ফ্যাক্টরি, আমিন হাজী রোড, মধ্যম চাক্তাই পহেলার পুল।
B/09 = ওয়াসার ফিডার (এক্সপ্রেস)
B / 10 = কুইন্সক্লাব, ফুলকলি, শাহ আমানত হাউজিং, রাহাত্তরপুল, মোহনা ক্লাব, বহদ্দার বাড়ি, মেয়র বাড়ি, বাড়ইপাড়া, কাশবন বহদ্দারহাট।
রিদম স্কয়ার,
B/11= সৈয়দশাহ রোড (উত্তর), রসুলবাগ ব্যাংক কলোনি, এহসান সিটি, বড়ুয়া কলোনি, সিটি কর্পোরেশন, আরবান হাসপাতাল, সৈয়দশাহ ব্যাংক কলোনি, সৈয়দশাহ বিল্ডিং, আতুজ্জার মোড়, ওমর আলী মাতব্বর রোড, বাদশা চেয়ারম্যান ঘাটা, মফিজুর রহমান আবাসিক, বহদ্দারবাড়ি, বন্ধুক ওয়ালার বাড়ি পর্যন্ত।
B/12= সৈয়দশাহ রোড (দক্ষিণ), ছগির সাহেবের বাড়ি, মদিনা আবাসিক, কেবি কনভেনশন পেস্কার বাড়ি, হাসনা হেনা স্কুল, আব্দুল বাড়ি প্রাইমারি স্কুল, কবরস্থান, দোতলা মসজিদ, আব্দুস সোবহান রোড, ফকির বাড়ি, ইছাকের পোল, নার্সারী গলি, ওসিমিয়া রোড, বাদিয়ারটেক এলাকা।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ি এর আওতাধীন বাংলাবাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি আগ্রাবাদ-বাংলাবাজার লাইন ৩৩ কেভি বাংলাবাজার- মাদারবাড়ি লাইন বাংলা বাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি আগ্রাবাদ বাংলাবাজারলাইন বি/১২, বি/১৭, বি/১৫ কালী বাড়ির মোড়, সদরঘাট রোড (সম্পূর্ণ), ইসলামিয়া কলেজ, সাহেব পাড়া, উত্তর নালাপাড়া (আংশিক), দক্ষিণ নালাপাড়া (আংশিক) মাঝিরঘাট রোড (আংশিক), স্ট্র্যান্ড রোড (আংশিক), বাদশা মিয়ার গলি, মোগলটুলী বাজারের পূর্ব পার্শ্ব, বার কোয়ার্টার হতে পশ্চিম মাদারবাড়ী, যুগী চাদ মসজিদ লেন, আলম হোটেল এলাকা, প্রগতী বেকারি এলাকা, কমার্স কলেজের পূর্ব পাশ হতে পশ্চিম মাদারবাড়ি, এয়ার আলী মসজিদ লেন, নাজির পোল।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

পূর্বকোণ/সাফা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট