২৬ জানুয়ারি, ২০২৩ | ৫:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার তালিকাভুক্ত আসামি শিবির ক্যাডার সাজ্জাদ আলী প্রকাশ সাজ্জাদদের সহযোগী মো. এনাম প্রকাশ এনামুল হক (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এনাম ওয়াজেদিয়া এলাকার মৃত ইউনুছের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বায়েজিদের ওয়াজেদিয়া হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী এনামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এনামুল হক ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন আইনে নগরীর বায়েজিদ পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় ৭টি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ