চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে বিচ্ছিন্ন হাতের সফল প্রতিস্থাপন

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩ | ৬:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে মোকাররম হোসেন (৪২) নামে দুর্ঘটনায় বিচ্ছিন্ন হওয়া এক রোগীর হাত সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

 

এ বিষয়ে চট্টগ্রামের ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডা. ঋভুরাজ চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনার শিকার হয়ে মোকাররম হোসেনের ডান হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সার্জারি করে তার হাতের হাড়, রক্তনালী, স্নায়ু ও মাংসপেশী জোড়া লাগানো হয়। এটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া ছিল এবং এমন সার্জারির জন্য উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা প্রয়োজন। দীর্ঘ ১১ ঘণ্টার প্রচেষ্টার পর সফলভাবে এই সার্জারি সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। সার্জারি শেষে রোগীকে যথাযথ পর্যবেক্ষণে রাখা হয় এবং আটদিন পর তিনি বাড়ি ফিরে যান।’

 

চিকিৎসা প্রসঙ্গে মোকাররম হোসেন বলেন, ‘এই সার্জারির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক সেবা নিয়ে আমি ও আমার পরিবার ভীষণ সন্তুষ্ট। আমি বর্তমানে সুস্থ আছি।’

 

এ সময় কার্ডিওভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. সানাউল হক সরকার, সার্জারি দল, রোগী ও তার স্বজনরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট