২২ অগাস্ট, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। সমাজে সচেতন মানুষ সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা অপরিহার্য।
উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের ফ্রেন্ডশিপ ফোরাম’৮৯ ব্যাচের প্রথম পুর্নর্মিলনী অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা প্রদান উপলক্ষে গত ১৪ আগস্ট আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী ছায়েফ উল্লাহ সেলিমের সভাপতিত্বে স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, চেয়ারম্যান মুজিবুর রহমান, এডিশনাল পি.পি এড. মো. দেলোয়ার হোসেন ও প্রধান শিক্ষক সমীর কুমার দে। সংগঠনের সদস্য সচিব শিক্ষক আবুল বশরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রবীণ শিক্ষক যথাক্রমে রফিকুল ইসলাম, নারু গোপাল শীল, মিলন কান্তি আচার্য, মাহাবুবুল আলম, মানিক চন্দ্র কর, ঝর্ণা রানী দে, সংগঠনের পক্ষ থেকে এড. জসিম উদ্দিন, নুরুল ইসলাম, জহির রায়হান, শাহানা আকতার, বেবী বড়–য়া, জসিম উদ্দিন প্রমুখ। এ উপলক্ষে সকাল থেকে কর্মসূচির মধ্যে ছিল র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষকদের সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।