চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ

২২ আগস্ট, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

মফস্বল ডেস্ক
উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা অবমুক্তকরণ কর্মসূচি চলছে।
চন্দনাইশ: উপজেলা মৎস্য অধিদপ্তরের অধীনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম (রুপা), কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ। সংসদ সদস্য এরপর চন্দনাইশ উপজেলার ৬০টি প্রাতিষ্ঠানিক জলাশয়-পুকুরে অবমুক্তকরণের জন্য ২৫০ কেজি পোনা বিতরণ করেন।
বোয়ালখালী: উপজেলার ৬৪টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জলাশয়ে ২৩৮ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মৎস্য দপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মিঠা পানির এসব পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়। গত ২০ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার ও সহকারী মৎস্য কর্মকর্তা শিমুল বড়–য়া।
টেকনাফ: নিজস্ব সংবাদদাতা জানান, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেলার ৬০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২২৭ কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। জাতের মধ্যে রয়েছে রুই, কাতলা ও মৃগেল। উপজেলা চেয়ারম্যান নুরুল আলম গত ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, পৌর মেয়র-৩ কুহিনুর আক্তার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট