চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন স্থানে আয়োজিত সভায় বক্তারা

বাঙালির চেতনায় দেদীপ্যমান বঙ্গবন্ধু

মফস্বল ডেস্ক

২২ আগস্ট, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালনে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।
বোয়ালখালী পৌর আওয়ামী লীগ : সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোকারম চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর আ.লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম-আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, নুরুল গণি শাহ, শেখ শহিদুল আলম প্রমুখ।
পটিয়া উপজেলা দোকান মালিক সমিতি : নিজস্ব সংবাদদাতা জানান, সমিতরি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ২০ আগস্ট। সমিতির সহ-সভাপতি ও উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও উপজেলা সভাপতি এমএ ইউনুছ। প্রধান বক্তা ছিলেন সমিতির সহ-সভাপতি দিদারুল আলম। সমিতির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শহিদুলজ্জমান, সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক, জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক সবুজ ধর, শহীদ ছবুর রোড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাফরুল ইসলাম, ব্যবসায়ী মো. এয়াকুব, ব্যবসায়ী এমরান, মো. বাচা, আতাউর রহমান, কানুন রশিদ প্রমুখ।
আকুবদ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয় : প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাশেদুল আলম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হাশেম। প্রধান বক্তা ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম। শিক্ষক মানস কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক সুপর্ণা ধর ও জেসমিন আকতার।
পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করেছে। পোমরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছৈয়দুল আলম তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সদস্য জাহেদুল আলম চৌধুরী আইয়ুব। উদ্বোধনী বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। মোহাম্মদ তৌহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল কবির চৌধুরী, আব্দুল আজিজ, এম জাবেদ খাঁন, আবু তাহের মেম্বার, আবু বক্কর, মো. বাহাদুর, মো. আহমদ সাওদাগর, সাংবাদিক জগলুল হুদা, সাখাওয়াত হোসেন, মুফিজুর রহমান খাঁন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ইউসুফ, মো. ছাবের, মো. রহিম, মো. আনোয়ার, মো. শাকিল প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে কাঙ্গালি ভোজ করানো হয়।
পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হেলাল উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক কমরুদ্দীন, দাতা সদস্য মুক্তিযোদ্ধা এটিএম শামশুদ্দীন চৌধুরী, শিক্ষক সালমা আক্তার, নাছিমা আকতার, জেসমিন আক্তার, কাজী সাবেরা বেগম, রেশমী আক্তার প্রমুখ।
প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া : উপজেলা শাখা শিক্ষক সমিতি ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাব উদ্দিন মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাকারিয়া, সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথ, শিক্ষক নান্টু কুমার ধর, দেলোয়ার হোসেন, ওসমান গনি, মিজানুর রহমান, ইউসুফ, আব্দুর রহিম প্রমুখ।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি : সমিতির উদ্যোগে কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সমিতির মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন, এডভোকেট সেলিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, এডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী, এডভোকেট আবদুল শুক্কুর, এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মমতাজ আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল হক।
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ : সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য আকতার হোসেন খান, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সাবেক সহ-সভাপতি বিকে চৌধুরী লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউছার নূর লিটন, সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. পারভেজ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, উপ-সমাজসেবা সম্পাদক মো. সেলিম প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালিত হয়।
পটিয়া পৌরসভা যুবলীগ: সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পটিয়া পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।
পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আলমগীর খালেদ, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা মো. ফরিদ উদ্দিন, পৌরসভা যুবলীগ সহ-সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহদাত হোসেন রানা, কাজী ফসিউল আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আমিনুল্ল­াহ বাচা, দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কাদের, দপ্তর সম্পাদক সোহেল খান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, যুবলীগের মহিলা সম্পাদিকা ফারহানা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন মুন্না, আবদুল আওয়াল, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ।
ফটিকছড়ি জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় : বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেড মাওলানা কাজী মো. ইউসুফ আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর। বিকাশ কান্তি রায়ের উপস্থাপনায় জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষিকা রীণা শর্মা, আবদুল মোতালেব, নিপু বড়–য়া, দিদারুল আলম, রতœা চক্রবর্তী প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবিনী বই তুলে দেয়া হয়।
দোহাজারী ব্লাড ব্যাংক : চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া এলাকায় চার শতাধিক মানুষকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি। কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়ার পাশাপাশি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, শিক্ষক শের আলী, চেমন আরা, দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন এসএম ওয়াহিদ রনি, মো. রাশেদুল ইসলাম, খন্দকার মো. সাইফুদ্দীন, কার্যকরী সদস্য আরফিন রানা, মোহাম্মদ হোসেন, সহ-কার্যকরী সদস্য দিদার, শওকত রায়হান, মেহেদী, সজিব, আরিফ। কেশুয়া ব¬াড ব্যাংকের সাইমুন রশিদ, আবু ইছা ছোটন, আবচার উদ্দিন, রাসেল উদ্দীন, মিরাজ উদ্দীন প্রমুখ।
কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ : কলেজ মিলনায়তনে শোকর‌্যালি, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক সুজন দাশের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কলেজ গভর্নিং বডির সদস্য আলহাজ সৈয়দ জামাল আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শফিকুর রশীদ, অধ্যাপক সমীর রঞ্জন নাথ, অধ্যাপক এইচ এম আবু ওবাইদা, অধ্যাপক আবদুল কাইয়ুম।
চন্দনাইশ স্বেচ্ছাসেবক লীগ : সংগঠনের উদ্যোগে গাছবাড়িয়া মডেল প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেএম আবছার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। কাজী মো. ফখরুদ্দিনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শিবলী, কায়সার উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, মো. আয়ুব, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, লোকমান, মোসলেম উদ্দিন বদি প্রমুখ।
উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় : প্রতিষ্ঠানটির উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন এম তৌহিদুল আলম, এনাম উদ্দীন, মো. জাফর, আবুল খায়ের, আবছার, মো. বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট