চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উৎকট গন্ধে পথচলা দায়

ওয়ার্ড ১৭, পশ্চিম বাকলিয়া

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ডোবাগুলোতে ভাসছে মুরগির নাড়িভুঁড়ি, পালক ও তরকারির পচা খোসাসহ দুর্গন্ধযুক্ত বর্জ্য। পানিগুলো এমন তীব্র দুর্গন্ধ যে, এই পথ দিয়ে যাতায়াত করার সময় নাকে হাত দিয়ে চলাও দায়। এমন অস্বাস্থ্যকর পরিবেশ আর পচা পানিতেই চাষ করা হচ্ছে আফ্রিকান মাগুর মাছ। আর এসব নোংরা খাবারগুলোই খায় ডোবার মাছগুলো। পাশেই অবস্থিত দিলোয়ার জাহান স্কুল এন্ড কলেজ। আর এ বিদ্যালয় ও কলেজের দুই পাশে করা হয়েছে মাগুর মাছের চাষ। শুধু তাই নয়, এ এলাকায় প্রায় দশ হাজারেরও বেশি স্থানীয় ও অস্থানীয় মানুষ বাস করে। আর এখানে নোংরা পচা দুর্গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে চারদিকে। এ দুর্গন্ধ এখানকার শিক্ষার্থী ও বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দৃশ্যটি নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বগারবিল ও ডিসিরোড এলাকার একসেস রোড সংলগ্ন দিলোয়ার জাহান স্কুলের সামনের। দেখা যায়, নগরীর এ এলাকায় যেখানেই খালি জায়গা আছে, সেখানেই আফ্রিকান মাগুরের চাষ করা হচ্ছে এমন অস্বাস্থ্যকর পরিবেশে। এলাকার বাসিন্দারা বলেন, এখানে কিছু অসাধুু লোভী ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় এমন অস্বাস্থ্যকর পরিবেশে এ আফ্রিকান মাগুর মাছের চাষ করে আসছে দীর্ঘদিন ধরে। ডিসিরোড ও চানমিয়া মুন্সী লেইন এলাকার সভাপতি এমদাদুল হক বাদশা বলেন, এমন নোংরা পরিবেশে মাগুর মাছের চাষ করায় এলাকায় নানা রকম রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। মশার উৎপাত দিনদিন বেড়েই চলছে। দুর্গন্ধের কারণে অনেকে শ্বাসকষ্টের মত জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এমন ঘন বসতিপূর্ণ এলাকায় নোংরা পরিবেশে মাছের চাষ করা ঠিক নয়। মাছটি যেমন পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর, তেমনি জীবিত অবস্থায় মাছগুলো এলাকার শিশুদের জন্যও বিপদজনক। কারণ এ মাছটি রক্ত মাংসের গন্ধ পেলেই ছুটে আসে দলবেধে। এলাকার আশেপাশে অনেকগুলো বস্তি আছে। আবার বিদ্যালয়গুলোতে শিশুরা অনেকেই একা যাতায়াত করে। তাই যেকোন মূহুর্তে ঘটতে পারে ভয়ংকর বিপদ। দিলোয়ার জাহান স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তাছনিম বলেন, আমাদের স্কুলের সামনে পুকুরগুলোতে মাগুর মাছের চাষ হয়। ক্লাসের মধ্যে সবসময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু কি আর করা আমাদের ক্লাসতো করতে হবে। তাই এমন দুর্গন্ধ উপেক্ষা করেও আমরা ক্লাস করতে আসি। এলাকার বাসিন্দারা দাবি জানান, যদি এলাকার এমন করুণ অবস্থার জন্য সিটি কর্পোরেশন কোন উদ্যোগ নেয় তাহলে এখানকার মানুষ উপকৃত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট