চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অংশ নিচ্ছে ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান

নগরীতে আজ শুরু হচ্ছে রবি দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

২২ আগস্ট, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৯’ আজ ২২ আগস্ট থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শুরু হচ্ছে। এপ্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রামের সাংগঠনিক বিতর্ক আয়োজনের ২৭ বছর পূর্ণ হতে চলেছে। সকাল ১০টা থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ৮দিন ব্যাপি এই প্রতিযোগিতা উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও গণমাধ্যম ব্যক্তিত্ব পিআইবির চেয়ানম্যান আবেদ খান। অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্য ও রবির হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ শাহেদ আলম।
রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার এবারে স্কুল বিতর্কের ২৭তম এই আয়োজনে চট্টগ্রামের ৩৬টি স্কুল, ১৬তম বিশ্ববিদ্যালয় বিতর্কে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ১৭তম কলেজ বিতর্কে সারা দেশের ১৬টি কলেজ অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী হবে আগামী ৭ সেপ্টেম্বর। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট