চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেন্ট্রাল লায়ন্স ও লিও ক্লাব’

২২ আগস্ট, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সেন্ট্রাল লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে এবং হিলভিউ ক্লাবের সহযোগিতায় গত ২০ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাঝে ছিল হিলভিউ এলাকার সুবিধাবঞ্চিত এবং দরিদ্রদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করে তুলতে এবং ডেঙ্গু আক্রমণ হতে রক্ষার জন্য ২২০টি পরিবারের মাঝে মশারি বিতর, গাছের চারা বিতরণ এবং রোপন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন লায়ন কামরুন মালেক এমজেএফ। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেন্ট্রাল লায়ন্স ও ল্ওি ক্লাব। তিনি ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে সকল লায়ন সদস্যকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহবান জানান। সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. মোহাম্মদ মোস্তাক হোসাইন,লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন আরিফ আহমেদ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মনিরুল কবির, গভর্নর এডভাইজার লায়ন ডা. দুলাল দাশ, লায়ন আলহাজ আবদুস সামাদ খান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস এম কামালপাশা প্রমুখ। উপস্থিত ছিলেন লায়ন এডভোকেট এম নুরুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন নাজমুল কবির খোকন, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন ফাতেমা ইসমত আরা চৌধুরী, সেক্রেটারি লায়ন মানজারী খোর্শেদ, লিও জেলা ৩১৫-বি৪এর জয়েন্ট ট্রেজারার লিও দীপ্ত দে, সেন্ট্রাল লিও ক্লাব সভাপতি লিও জায়েদ হোসেন, সেক্রেটারি লিও ডালিম সাহা, লিও মরিয়ম আক্তার, লিওমাঈন উদ্দিন, লিও মোতালেব, লিও সুজয় এবং হিলভিউ ক্লাবের সভাপতি সাবতান সাদী, সহ-সভাপতি নুরুল কবির রনি, সাইফুর রহমান সাধারণ, সম্পাদক আত-তাওয়াকুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট